রাজবাড়ী শহরের আটাশ কলোনীর পোদ্দারচালা এলাকায় অভিযান চালিয়ে ৮২ পুরিয়া হেরোইনসহ বিক্রেতা রবিউল ইসলাম (২৮)কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি।
গতকাল ১৩ই জুন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রবিউল ইসলাম রাজবাড়ী সদর উপজেলার ধুনচি পোদ্দার চালা গ্রামের কোরবান বেপারীর ছেলে।
রাজবাড়ী ডিবির ওসি প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এস.আই নিজাম উদ্দিন, এসআই মেহেদী হাসান ও এসআই সামাদের নেতৃত্বে একটি টিম রাজবাড়ী শহরের আটাশ কলোনীর পোদ্দার চালা জামে মসজিদের উত্তর পাশে অভিযান চালিয়ে ৮২ পুরিয়া হেরোইনসহ রবিউল ইসলামকে গ্রেপ্তার করে।
তিনি আরো বলেন, উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য আনুমানিক প্রায় ৮০ হাজার টাকা। এ বিষয়ে তার বিরুদ্ধে রাজবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।