ঢাকা শুক্রবার, মে ৯, ২০২৫
ফরিদপুরের করিমপুরে র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ ১জন বিক্রেতা গ্রেফতার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৬-১৮ ১৪:৩৯:৫১
র‌্যাব-৮ সিপিবি-২ ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল ১৮ই জুন বিকালে জেলার কোতয়ালী থানার করিমপুর গ্রামে অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিলসহ কবির খানকে গ্রেপ্তার করেছে -মাতৃকণ্ঠ।

র‌্যাব-৮ সিপিবি-২ ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল ১৮ই জুন বিকালে জেলার কোতয়ালী থানার করিমপুর গ্রামে অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী কবির খান (২২)কে গ্রেপ্তার করেছে।

  র‌্যাব-৮ সিপিবি-২ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার  মেজর মোহাম্মদ আবদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ফরিদপুর জেলার কোতয়ালী থানার করিমপুর গ্রামে একজন মাদক বিক্রির জন্য অবস্থান করছে। এর পরিপেক্ষিতে ফরিদপুর ক্যাম্পের স্কোয়াড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলমের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিল, মাদক দ্রব্য ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ২টি সীম কার্ড ও ১টি মোবাইল ফোনসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। 

সরকার সংবাদপত্রের মধ্যে ইতিবাচক  প্রতিদ্বন্দ্বিতা দেখতে চায় ঃ তথ্য উপদেষ্টা
পবিত্র ঈদুল আযহায় সরকারী ছুটি ১০দিন
ঢাকা পোস্টের ‘বর্ষসেরা কর্মী’ সম্মাননা পেলেন রাজবাড়ী প্রতিনিধি মীর সৌরভ
সর্বশেষ সংবাদ