রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৭শে জুন বিকালে শিশু শ্রম নিরসন বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মাহাবুর রহমান শেখের সভাপতিত্বে রাজবাড়ী অফিসার্স ক্লাব মিলনায়তনে সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক দিলসাদ বেগম বক্তব্য রাখেন।
কর্মশালায় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহকারী পরিচালক সুরোজ কুমার দাস, এনজিও রাসের নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান লাবু, অভিভাবক মোঃ মজিবর রহমান সরদার ও শিশুদের মধ্যে থেকে ওলিয়ার শেখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, টাকার অভাবে কোন শিশুর শিক্ষা কার্যক্রম বন্ধ হবে না। প্রয়োজন হলে আপনারা আমাকে জানাবেন কলম, খাতাসহ সকল ব্যবস্থা করে দেবে জেলা প্রশাসন।
কর্মশালা শেষে জেলা প্রশাসক দিলসাদ বেগম ১৫জন শিশু শ্রমিকদের মাঝে শিক্ষা উপকরণ ও অবিভাবকদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন।