ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
পাংশায় সরকারী বিধি-নিষেধ অমান্য করায় ভ্রাম্যমান আদালতে ১৬জনের জরিমানা
  • মোক্তার হোসেন
  • ২০২১-০৭-০২ ১৪:৩২:৪৬
পাংশা উপজেলায় সরকারী বিধি-নিষেধ অমান্য করায় গতকাল শুক্রবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ইউএনও মোহাম্মাদ আলী -মাতৃকণ্ঠ।

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে গতকাল ২রা জুলাই ভ্রাম্যমান আদালতে ১৬জনের ৪হাজার ২শত টাকা জরিমানা করা হয়েছে।

  জানা যায়, পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আলীর নেতৃত্বে বিকেল সাড়ে ৪টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত পাংশা বাজার, স্টেশন বাজার, পুরাতন বাজার দরগাতলা, মৈশালা বাজার ও সরদার বাসষ্ট্যান্ড বাজারে বিধিনিষেধ অমান্য করে দোকান খোলা এবং কয়েকজনের মুখে মাস্ক না থাকায় মোট ১৬জনের ৪হাজার ২শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় ফরিদপুরের র‌্যাব-৮ এর কর্মকর্তা উপস্থিত ছিলেন।

  অভিযানকালে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউন বাস্তবায়নে সরকারী বিধি-নিষেধ পালনের দিকনির্দেশনা প্রদান করেন ইউএনও মোহাম্মাদ আলী।

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ