রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে গতকাল ২রা জুলাই ভ্রাম্যমান আদালতে ১৬জনের ৪হাজার ২শত টাকা জরিমানা করা হয়েছে।
জানা যায়, পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আলীর নেতৃত্বে বিকেল সাড়ে ৪টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত পাংশা বাজার, স্টেশন বাজার, পুরাতন বাজার দরগাতলা, মৈশালা বাজার ও সরদার বাসষ্ট্যান্ড বাজারে বিধিনিষেধ অমান্য করে দোকান খোলা এবং কয়েকজনের মুখে মাস্ক না থাকায় মোট ১৬জনের ৪হাজার ২শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় ফরিদপুরের র্যাব-৮ এর কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অভিযানকালে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউন বাস্তবায়নে সরকারী বিধি-নিষেধ পালনের দিকনির্দেশনা প্রদান করেন ইউএনও মোহাম্মাদ আলী।