ঢাকা শনিবার, এপ্রিল ১২, ২০২৫
রাজবাড়ীতে দুই ভূমি কর্মকর্তার মৃত্যুতে জেলা প্রশাসকের শোক
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৭-০৭ ১৪:২৯:১০

রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মোঃ শওকত আলী ও কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা রাজিব খান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জেলা প্রশাসক দিলসাদ বেগম। 

  গত ৬ই জুলাই এক শোক বার্তায় জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, তাঁদের মৃত্যুতে রাজবাড়ী জেলা প্রশাসকের সকল কর্মকর্তা ও কর্মচারী গভীর ভাবে শোকাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতবাসী করুক, আমিন। 

  উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে গত ৩০শে জুন শওকত আলী ঢাকার এস.আই.বি.এ.এল ফাউন্ডেশন হাসপাতালে রাত পৌনে ৯টার দিকে এবং গত ২৬শে জুন রাত ৯টার দিকে রাজিব খান ঢাকার স্কায়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

ফিলিস্তিনে অমানবিক হামলার প্রতিবাদে রাজবাড়ীতে যুব অধিকার পরিষদের বিক্ষোভ
আহলে হাদীছ আন্দোলন ও আহলে হাদীছ যুব সংঘ রাজবাড়ী জেলার শাখার আয়োজনে গাজায় গণহত্যার বিরুদ্ধে রাজবাড়ীতে
রাজবাড়ী জেলায় এসএসসি ও সমমান  পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ২৩৩জন
সর্বশেষ সংবাদ