ঢাকা শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
পাংশায় মোবাইল কোর্টের অভিযান অব্যাহত॥১৪ ব্যক্তির জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৭-০৮ ১৫:৩০:৩৮
পাংশা উপজেলায় স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার দায়ে গতকাল ৮ই জুলাই ভ্রাম্যমান আদালতে ১৪ ব্যক্তিকে জরিমানা করা হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার দায়ের ভ্রাম্যমান আদালতে ১৪ জন ব্যক্তিকে ৪ হাজার ১ শত ৮০ টাকা জরিমানা করা হয়েছে। 
  গতকাল ৮ই জুলাই সকাল থেকে বিকাল পর্যন্ত পাংশা পুরাতন বাজার, যশাই বাজার, বাহাদুরপুর বাজার, হাবাসপুর বাজার ও চড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে জরিমানা সহকারী কমিশনার(ভূমি) নুজহাত তাসনিম আওন। 
  পাংশা উপজেলার সহকারী কমিশনার(ভূমি) নুজহাত তাসনিম আওন বলেন, পাংশা উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এসময় স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার দায়ের ১৪ জন ব্যক্তিকে ৪ হাজার ১ শত ৮০ টাকা জরিমানা করা হয়। 
  এছাড়াও স্বাস্থ্যবিধি সর্ম্পতে মানুষকে সচেতনতা করে তাদের মাঝে মাস্কও বিতরণ করা হয়। এ অভিযানে পাংশা মডেল থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে।

গোয়ালন্দে অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ে জনসচেতনমূলক কর্মসূচী অনুষ্ঠিত
রাজবাড়ী সদরের বানীবহে প্রবাসী আইয়ুবের উদ্যোগে শীতের শুরুতে ১২শত কম্বল বিতরণ
পাংশায় মা ও শিশু সহায়তা কর্মসূচির রিসোর্সপুলের ৪দিনের প্রশিক্ষণ সমাপ্ত
সর্বশেষ সংবাদ