ঢাকা শনিবার, এপ্রিল ১২, ২০২৫
রাজবাড়ী সদরের বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি না মানায় ৬ জনের ভ্রাম্যমান আদালতে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৭-০৮ ১৫:৩২:১৭
রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন স্থানে গতকাল ৮ই জুলাই স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় ৬জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত -মাতৃকণ্ঠ।

রাজবাড়ীতে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার দায়ে ৬জন ব্যক্তিকে ২হাজার ৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

  গতকাল ৮ই জুলাই সকালে রাজবাড়ী শহরের কাপড় বাজার, বড়পুল মোড়ে, শ্রীপুর বাজার, আলাদিপুর বাজার ও কোলার হাটে অভিযান চালিয়ে তাদের জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার। 

  জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার বলেন, রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় ৬ জন ব্যক্তিকে ২ হাজার ৫০ টাকা জরিমানা করা হয়। জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য্য কুমার প্রমানিক ও রাজবাড়ী সদর থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমান আদালতের সহযোগিতা করে।

ফিলিস্তিনে অমানবিক হামলার প্রতিবাদে রাজবাড়ীতে যুব অধিকার পরিষদের বিক্ষোভ
আহলে হাদীছ আন্দোলন ও আহলে হাদীছ যুব সংঘ রাজবাড়ী জেলার শাখার আয়োজনে গাজায় গণহত্যার বিরুদ্ধে রাজবাড়ীতে
রাজবাড়ী জেলায় এসএসসি ও সমমান  পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ২৩৩জন
সর্বশেষ সংবাদ