ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ী শহরের অসহায় মানুষের বাড়ী বাড়ী গিয়ে সবজি বিতরণ করছেন পৌর মেয়র তিতু
  • শিহাবুর রহমান
  • ২০২১-০৭-০৯ ১৫:৪২:১৯
রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু গতকাল ৯ই জুলাই সকাল থেকে দুপুর ৫ ও ৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় কর্মহীন ও অসহায় মানুষের বাড়ী বাড়ী গিয়ে বিভিন্ন ধরণের সবজি ও মাস্ক বিতরণ করেন -মাতৃকণ্ঠ।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনে রাজবাড়ী শহরে কর্মহীন ও অসহায় মানুষের বাড়ী বাড়ী গিয়ে ব্যক্তিগত অর্থ দিয়ে বিভিন্ন ধরণের সবজি ও মাস্ক বিতরণ করছেন রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু। 

  গতকাল ৯ই জুলাই সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি পৌরসভার কাহারপাড়া, নোয়াখালী পাড়াসহ ৫ ও ৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রায় ৫শতাধিক মানুষের মধ্যে এসব সবজি বিতরণ করেন। বিতরণকৃত সবজির মধ্যে রয়েছে- কাঁচা কলা, মিষ্টি কুমড়া, আলু, পটল, বেগুন ও লেবুসহ ১০ প্রকারের সবজি।

  এ নিয়ে গত দুই দিনে পৌরসভার বিভিন্ন এলাকায় ১হাজার মানুষের মধ্যে সবজি ও মাস্ক বিতরণ করেন পৌর মেয়র আলমগীর শেখ তিতু। চলমান লকডাউন শেষ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান পৌর মেয়র।

  এ সময় তিনি কর্মহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়ানের জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বাবন জানান।

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ