ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ী শহরের অসহায় মানুষের বাড়ী বাড়ী গিয়ে সবজি বিতরণ করছেন পৌর মেয়র তিতু
  • শিহাবুর রহমান
  • ২০২১-০৭-০৯ ১৫:৪২:১৯
রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু গতকাল ৯ই জুলাই সকাল থেকে দুপুর ৫ ও ৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় কর্মহীন ও অসহায় মানুষের বাড়ী বাড়ী গিয়ে বিভিন্ন ধরণের সবজি ও মাস্ক বিতরণ করেন -মাতৃকণ্ঠ।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনে রাজবাড়ী শহরে কর্মহীন ও অসহায় মানুষের বাড়ী বাড়ী গিয়ে ব্যক্তিগত অর্থ দিয়ে বিভিন্ন ধরণের সবজি ও মাস্ক বিতরণ করছেন রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু। 

  গতকাল ৯ই জুলাই সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি পৌরসভার কাহারপাড়া, নোয়াখালী পাড়াসহ ৫ ও ৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রায় ৫শতাধিক মানুষের মধ্যে এসব সবজি বিতরণ করেন। বিতরণকৃত সবজির মধ্যে রয়েছে- কাঁচা কলা, মিষ্টি কুমড়া, আলু, পটল, বেগুন ও লেবুসহ ১০ প্রকারের সবজি।

  এ নিয়ে গত দুই দিনে পৌরসভার বিভিন্ন এলাকায় ১হাজার মানুষের মধ্যে সবজি ও মাস্ক বিতরণ করেন পৌর মেয়র আলমগীর শেখ তিতু। চলমান লকডাউন শেষ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান পৌর মেয়র।

  এ সময় তিনি কর্মহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়ানের জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বাবন জানান।

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ