ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
বালিয়াকান্দির রামদিয়া বাজারে অবৈধ পশুর হাট বসানোয় ১১ ব্যবসায়ীকে জরিমানা
  • তনু সিকদার সবুজ
  • ২০২১-০৭-১২ ১৪:০৪:০৬
বালিয়াকান্দি উপজেলার রামদিয়া বাজারে সরকারী নির্দেশনা অমান্য করে অবৈধভাবে পশুর হাট বসানোর দায়ে ১১জন গরু ব্যবসায়ীকে ৩৫ হাজার ২শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যামান আদালত -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া বাজারে কোরবানী ঈদকে সামনে রেখে সরকারী নির্দেশনা অমান্য করে অবৈধভাবে পশুর হাট বসানোর দায়ে ১১জন গরু ব্যবসায়ীকে ৩৫ হাজার ২শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যামান আদালত।

  গতকাল সোমবার দুপুরে অবৈধ পশুর হাটে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আম্বিয়া সুলতানা।

  অপরদিকে সকালে বালিয়াকান্দি বাজারসহ বিভিন্ন বাজারে সরকারী বিধি নিষেধ না মেনে মোটর সাইকেল চালানোর দায়ে ও জুতা ব্যবসায়ীসহ ৬ জনকে ৩ হাজার ২শত টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আম্বিয়া সুলতানা। এ সময় বালিয়াকান্দি থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।

  উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা বলেন, এই উপজেলাতে যদি কোন এলাকায় অনুমোদন বিহীন পশুর হাট লাগানো হয় এবং স্বাস্থ্যবিধি অমান্য কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
আমরা সনাতনী যুবক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সর্বশেষ সংবাদ