রাজবাড়ী জেলায় র্যাপিড অ্যান্টিজেন্টর মাধ্যমে নমুনা পরীক্ষা করে আরো ২৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
বিগত ২০২০ সালের ৭ই এপ্রিল রাজবাড়ী জেলাতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তারপর থেকে গতকাল ১লা আগস্ট পর্যন্ত জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৭১১ জন। তার মধ্যে সুস্থ হয়েছে ৬ হাজার ৯৯৬ জন। মারা গেছে ৬৯ জন।
গতকাল ১লা আগস্ট বিকালে রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, র্যাপিড অ্যান্টিজেন্টের মাধ্যমে ১২৭টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ২৫ জনের করোনা শনাক্ত হযেছে।
এর মধ্যে সদর উপজেলার ১২ জন, পাংশা ৭জন, কালুখালীর ৩জন ও গোয়ালন্দ উপজেলার ৩জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৪ হাজার ৪ শত জন, পাংশায় ২ হাজার ৫৮ জন, কালুখালীতে ৬ শত ১৯ জন, বালিয়াকান্দিতে ৬ শত ৭৭ জন, গোয়ালন্দ উপজেলার ৯ শত ৫৭ জন।
তার মধ্যে থেকে সুস্থ হয়েছে ৬ হাজার ৯ শত ৯৬ জন। সদর উপজেলার ৩ হাজার ৭ শত ৫২ জন, পাংশায় ১ হাজার ৪ শত ৮৬ জন, কালুখালীতে ৪ শত ৬৭ জন, বালিয়াকান্দিতে ৫ শত ২৫ জন ও গোয়ালন্দ উপজেলার ৭ শত ৬৬ জন।
করোনায় মারা গেছে ৬৯ জন। এর মধ্যে সদর উপজেলার ৩৯ জন, পাংশায় ২০ জন, কালুখালীতে ৫ জন, বালিয়াকান্দিতে ৩ জন, গোয়ালন্দ উপজেলার ২জন।
করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছে ১হাজার ৫ শত ৯১ জন। হাসপাতালে ভর্তি আছে ৫৮ জন। করোনা শুরু থেকে গতকাল ১লা আগস্ট পর্যন্ত আরটি পিসিআরের মাধ্যমে ২৩ হাজার ৬ শত ৮৬ জনের এবং র্যাপিড অ্যান্টিজেন্টের মাধ্যমে ৮ হাজার ৭ শত ৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়।