ঢাকা শনিবার, এপ্রিল ১২, ২০২৫
রাজবাড়ীতে করোনায় আক্রান্ত সাবেক সিভিল সার্জন ও আওয়ামী লীগ নেতা ডাঃ শফিউদ্দিন পাতার মৃত্যু
  • মোক্তার হোসেন
  • ২০২১-০৮-০৩ ০৫:৩০:৪৪
ডাঃ এএফএম শফিউদ্দিন পাতা।

করোনায় আক্রান্ত হয়ে এবার রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত সিভিল সার্জন রোটারিয়ান ডাঃ এএএফ শফীউদ্দিন পাতা(৬০) গতকাল ৩রা আগস্ট দুপুর ২টার সময় রাজধানী ঢাকার শেখ রাসেল গ্যাস্টোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। 
  জানা গেছে, ওই হাসপাতালে করোনা চিকিৎসা শেষে রিলিজ নিয়ে হাসপাতাল থেকে নামার সময় লিফটের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। 
  ডাঃ পাতা পাংশার বেসরকারী চিকিৎসা প্রতিষ্ঠান দি মেডিকেল সেন্টারের প্রতিষ্ঠাতা। এছাড়াও তিনি রাজবাড়ী জেলা বিএমএ ও স্বাচিব’র সাধারণ সম্পাদক, পাংশা রোটারী ক্লাবের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট এবং শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন সামাজিক সেবা ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন। তার আকস্মিক মৃত্যুর খবরে রাজবাড়ী জেলায় শোকের ছায়া নেমে আসে।
  শোক প্রকাশ ঃ পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এএএফ শফীউদ্দিন পাতার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী, জাতীয় সংসদের ৩৩৪ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আশিক মাহমুদ মিতুল, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম(বুড়ো), উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি একেএম শফিকুল মোর্শেদ আরোজ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী বিশ্বাস, দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক ও রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দীপক কুমার কুন্ডু, পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ফজলুল হক ফরহাদ, পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক ও পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল বিশ্বাস, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুন, সাধারণ সম্পাদক রেজাউল করিম সরদার(রেজা), সাংবাদিক মোক্তার হোসেন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 
  নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। নেতৃবৃন্দ বলেন, ডাঃ পাতা খ্যাতনামা চিকিৎসক ছিলেন। সৃজনশীল ও রাজনৈতিক দূরদর্শী ব্যক্তি হিসেবে তার সামাজিক সুনাম রয়েছে। তার আকস্মিক মৃত্যূতে পাংশার রাজনৈতিক, সামাজিক ও চিকিৎসা ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হলো। তার শূন্যতা পূরণ হবার নয়।
  এছাড়াও ডাঃ এএএফ শফীউদ্দিন পাতার সাবেক কর্মস্থল বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শাফিন জব্বার তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, ডাঃ এ এস এম শফিউদ্দিন পাতা ছিলেন আমাদের স্বাস্থ্য বিভাগের অভিভাবক। যে কোন সংকটময় সময়ে আমরা তার কাছে গেলে আমাদেরকে সাহায্য করতেন। 
  জানা যায়, ডাঃ এএফএম শফীউদ্দিন পাতা গত ২৬শে জুলাই পাংশা হাসপাতালে করোনার নমুন পরীক্ষা করান। ওই দিনই তার র‌্যাপিড এন্টিজেন টেস্ট ও আরটি-পিসিআর কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ হয়। এরপর গত ২৮শে জুলাই রাজধানী ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হন তিনি। গত ২রা আগস্ট তার করোনা রিপোর্ট নেগেটিভ হলে গতকাল ৩রা আগস্ট দুপুরে ওই হাসপাতাল থেকে তিনি রিলিজ হন। ছাড়পত্র নিয়ে দুপুর ২টার দিকে হাসপাতাল থেকে নামার সময় লিফটের মধ্যে আকস্মিক ভাবে হৃদরোগে আক্রান্ত হলে ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 
  ডাঃ পাতার পৈত্রিক বাড়ি পাংশা উপজেলার কলিমহর ইউপির সাঁজুরিয়া গ্রামে। মৃত্যুকালে স্ত্রী, ২পুত্র, ৩ কন্যা সন্তান, ২ভাই ও ১ বোনসহ বহু আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
  উল্লেখ্য, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২০২০ সালের ৮ই আগস্ট রাত ৮টায় বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন(বিএমএ) রাজবাড়ী জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ গোলাম মোস্তফা(৮০) ইন্তেকাল করেন। তার মৃত্যুর ১বছর পর গতকাল ৩রা আগস্ট বিএমএ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ এএফএম শফিউদ্দিন পাতা(৬০) ইন্তেকাল করেছেন।    

ফিলিস্তিনে অমানবিক হামলার প্রতিবাদে রাজবাড়ীতে যুব অধিকার পরিষদের বিক্ষোভ
আহলে হাদীছ আন্দোলন ও আহলে হাদীছ যুব সংঘ রাজবাড়ী জেলার শাখার আয়োজনে গাজায় গণহত্যার বিরুদ্ধে রাজবাড়ীতে
রাজবাড়ী জেলায় এসএসসি ও সমমান  পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ২৩৩জন
সর্বশেষ সংবাদ