জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল ৫ই আগস্ট বিকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলীর সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সহ-সভাপতি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডঃ গণেশ নারায়ন চৌধুরী, হেদায়েত আলী সোহরাব, সাবেক মেয়র ও আওয়ামী লীগের সহ-সভাপতি মহম্মদ আলী চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ সফিকুল আজম মামুন, এডঃ মোঃ রফিকুল ইসলাম ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ সফিকুল হোসেন।
সভাপতি’র বক্তব্যে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, আগস্ট মাস আমাদের শোকের মাস। এই মাসে বঙ্গবন্ধু ও তার পরিবারকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে।
তিনি আরো বলেন, একজন রাষ্ট্রপতির ছেলে হয়েও শেখ কামাল মানুষের সাথে সবসময় ভালো ব্যবহার করতেন। কারো সঙ্গে তিনি কখনো খারাপ ব্যবহার করতেন না। এটাই ছিলো তার বড় গুণ। তিনি মুত্তিযুদ্ধের সংগঠক ছিলেন। বাংলাদেশের শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়ায় তার অবদান অপরিসীম।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী বলেন, বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের শক্তি বিএনপি-জামাত একের পর এক চেষ্টা করেছে আমাদের প্রিয় নেত্রীসহ এদেশের স্বাধীনতার পক্ষের শক্তিকে হত্যা করে নেতৃত্ব শূন্য করতে। তাদের সেই ষড়যন্ত্র সফল হয়েছিলো ১৯৭৫ সালের ১৫ই আগস্ট। সেই দিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যর হত্যার মধ্যে দিয়ে। তিনি চেয়েছিলেন এদেশকে সুজলা-সুফলা করতে কিন্তু সেটা করতে পারলেন না। তার আগেই তাকে হত্যা করা হলো। আজকে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর অসম্পূর্ণ কাজগুলো বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছে।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন আটাশ কোলনী জামে মসজিদের ইমাম সেলিম দেওয়ান।