ঢাকা শনিবার, এপ্রিল ১২, ২০২৫
রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী পালিত
  • চঞ্চল সরদার
  • ২০২১-০৮-০৫ ১৪:৩৩:৪২
বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থায় গতকাল ৫ই আগস্ট আলোচনা সভায় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র ও দেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের নক্ষত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে গতকাল ৫ই আগস্ট বেলা ১১টায় কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে প্রথমে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। এরপর স্টেডিয়ামে হলরুমে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

  জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি দিলসাদ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী বক্তব্য রাখেন।

  এ ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ মাহাবুর রহমান শেখ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম দুলাল বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি। 

  এ সময় জেলা ক্রীড়া সংস্থার অফিসার ফেরদৌসী আক্তার বন্যা, রাজবাড়ী সদর থানাও ওসি মোহাম্মদ শাহাদত হোসেন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা মীর মাফুজা খাতুন মলিসহ প্রমুখ উপস্থিত ছিলেন। 

  বক্তারা বলেন, ১৯৪৯ সালের আজকের এদিনে শেখ কামাল গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্টের বঙ্গবন্ধুর হত্যাকারীদের হাতে তিনিও নির্মমভাবে নিহত হন। 

  বহুমাত্রিক অনন্য সৃষ্টিশীল প্রতিভার অধিকারী তারুণ্যের দীপ্ত প্রতীক শহীদ শেখ কামাল শাহীন স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে বি.এ. অনার্স পাস করেন। তিনি বাংলাদেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের অন্যতম উৎসমুখ ‘ছায়ানটের সেতার বাদন বিভাগের ছাত্র ছিলেন। স্বাধীনতা উত্তর যুদ্ধ-বিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠন ও পুনর্বাসন কর্মসূচির পাশাপাশি সমাজের পশ্চাৎপদ জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে সমাজ চেতনায় উদ্বুদ্ধকরণে মঞ্চ নাটক আন্দোলনের ক্ষেত্রে তিনি প্রথম সারির সংগঠক ছিলেন। শেখ কামাল ছিলেন ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি উপমহাদেশের অন্যতম সেরা ক্রীড়া সংগঠন, বাংলাদেশে আধুনিক ফুটটবলের প্রবর্তক আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা ছিলেন। ১৯৭৫ সালের ১৪ই জুলাই খ্যাতিপ্রাপ্ত দেশবরেণ্য অ্যাথলেট সুলতানা খুকুর সাথে তাঁর বিয়ে হয়। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শাহাদাত বরণের সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এম. এ শেষ পর্বের পরীক্ষার্থী ছিলেন।

  আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল খালেক দোয়া মাহফিল পরিচালনা করেন।

ফিলিস্তিনে অমানবিক হামলার প্রতিবাদে রাজবাড়ীতে যুব অধিকার পরিষদের বিক্ষোভ
আহলে হাদীছ আন্দোলন ও আহলে হাদীছ যুব সংঘ রাজবাড়ী জেলার শাখার আয়োজনে গাজায় গণহত্যার বিরুদ্ধে রাজবাড়ীতে
রাজবাড়ী জেলায় এসএসসি ও সমমান  পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ২৩৩জন
সর্বশেষ সংবাদ