ঢাকা শনিবার, এপ্রিল ১২, ২০২৫
শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীতে রাজবাড়ী পৌরসভায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • ইউসুফ মিয়া
  • ২০২১-০৮-০৫ ১৪:৩৬:০৪
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও ক্রীড়া সংগঠক শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল ৫ই আগস্ট বিকালে রাজবাড়ী পৌরসভায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও ক্রীড়া সংগঠক শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ী পৌরসভার আয়োজনে গতকাল ৫ই আগস্ট বিকালে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।                                                                                                                                       

  পৌরসভা মিলনায়তনে পৌরসভা মেয়র মোঃ আলমগীর শেখ তিতুর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা-দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

  আলোচনা সভায় রাজবাড়ী পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ রব বিশ্বাস, ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আব্দুল্লাহ আল মামুন, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সাইফুদ্দিন আহমেদ সুজন, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আবু মোঃ হাসান, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মাহাতাব উদ্দিন তৌহিদ, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর নির্মল কৃঞ্চ চত্রবর্তী, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জহির রাজ, ৮নং ওযার্ডের কাউন্সিলর মোঃ মাহাবুরর রহমান, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ তৌহিদুল ইসলাম, ১,২,৩নং মহিলা সংরক্ষিত আসনের কাউন্সিলর মিসেস ফারজানা আলম ডেইজি, ৪,৫,৬নং ওয়ার্ডের কাউন্সিলর মমতাজ বেগম, ৭,৮,৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মোছাঃ মরিয়ম কাজী, পৌর কর্মচারী এসোসিয়শেনের সভাপতি মোঃ আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মোমিন খানসহ প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

  সভাপতির বক্তব্যে পৌরসভা মেয়র মোঃ আলমগীর শেখ তিতু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। দেশের ক্রীড়া ও সংস্কৃতির বিকাশে তাঁর বিরাট অবদান যুগে যুগে স্মরণীয় হয়ে থাকবে।

ফিলিস্তিনে অমানবিক হামলার প্রতিবাদে রাজবাড়ীতে যুব অধিকার পরিষদের বিক্ষোভ
আহলে হাদীছ আন্দোলন ও আহলে হাদীছ যুব সংঘ রাজবাড়ী জেলার শাখার আয়োজনে গাজায় গণহত্যার বিরুদ্ধে রাজবাড়ীতে
রাজবাড়ী জেলায় এসএসসি ও সমমান  পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ২৩৩জন
সর্বশেষ সংবাদ