রাজবাড়ী জেলায় গত ২৪ ঘন্টা নতুন করে আরো ১৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে ২জনের মৃত্যু হয়েছে।
এরমধ্যে গতকাল ৫ই আগস্ট বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নটাপাড়া গ্রামে মোহাম্মদ আলী মাষ্টার(৮৭) করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। করোনা পজিটিভ হলে পরিবারের সদস্যরা মোহাম্মদ আলী মাষ্টারকে ১৫দিন আগে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে চিকিৎসা শেষে ৩দিন পূর্বে বাড়িতে আনা হয়। গতকাল ৫ই আগস্ট রাত ৮টার দিকে তিনি মারা যান।
এদিকে গত ৪ই আগস্ট গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রাবেয়া বেগম(৮৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি গত বুধবার সকালে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। পরে তার র্যাপিড অ্যান্টিজেন্টের মাধ্যমে নমুনা পরীক্ষা করা হলে তিনি কোভিড-১৯ আক্রান্ত বলে শনাক্ত হয়। পরবর্তীতে ওইদিনেই তার শারীরিক অবস্থার অবনতি হলে তিনি মারা যান।
গতকাল ৫ই আগস্ট বিকালে রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, র্যাপিড অ্যান্টিজেন্টের মাধ্যমে ১১১ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৮ জনের করোনা শনাক্ত হয়। তার মধ্যে সদর উপজেলার ২২ জন, পাংশা ৫ জন, কালুখালীর ৭ জন ও গোয়ালন্দ উপজেলার ৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এছাড়াও গত ১ ও ২রা আগস্ট আরটি পিসিআরের মাধ্যমে ৩৫৬টি নমুনা পরীক্ষার জন্য ঢাকাতে পাঠানো হয়। আজকে তাদের রিপোর্ট হাতে পেয়েছি। তার মধ্যে ১৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। তার মধ্যে সদর উপজেলার ৭২ জন, পাংশা উপজেলার ৪৩ জন, বালিয়াকান্দির ১জন ও গোয়ালন্দ উপজেলার ১৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
জেলায় এ পর্যন্ত মোট ৯হাজার ২৩৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তার মধ্যে সুস্থ হয়েছে ৭হাজার ১৯৬ জন। মুত্যবরণ করেছে ৭৪ জন। এর মধ্যে সদর উপজেলার ৪০ জন, পাংশায় ২২জন, কালুখালীতে ৫জন, বালিয়াকান্দিতে ৪ জন ও গোয়ালন্দ উপজেলার ৩ জন।
করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছে ১হাজার ৯শত ২৪জন। হাসপাতালে ভর্তি আছে ৪৬ জন।
উল্লেখ্য, গত ২০২০ সালের ৭ই এপ্রিল রাজবাড়ী জেলাতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। করোনা শুরু থেকে গতকাল ৫ই আগস্ট পর্যন্ত ৩৩ হাজার ৭ শত ৫০ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৯ হাজার ২ শত ৩৪ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়।