ঢাকা শনিবার, এপ্রিল ১২, ২০২৫
রাজবাড়ীতে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে শেখ কামালের ৭২তম জন্মদিন পালিত
  • চঞ্চল সরদার
  • ২০২১-০৮-০৫ ১৪:৩৬:৫২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী গতকাল ৫ই আগস্ট রাজবাড়ী জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।

  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল ১৯৪৯ সালের এই দিনে তিনি তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৭৫ সালের ১৫ই আগস্টের কালো রাতে মাত্র ২৬ বছর বয়সে শাহাদাতবরণ করেন।

  তার ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে ৫ই আগস্ট গতকাল সকাল ৯টায় প্রথমে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর অফিসার্স ক্লাব মঞ্চে বিভিন্ন সরকারী দপ্তর থেকে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

  রাজবাড়ী জেলা প্রশাসন, জেলা পুলিশ, সিভিল সার্জন, যুব উন্নয়ন অধিদপ্তর, এলজিইডি জেলা আনসার ও ভিডিপিসহ জেলা পর্যায়ের অন্যান্য দপ্তরসমূহের প্রধানগণ শ্রদ্ধার্ঘ্য অর্পন করেন। 

  এরপর সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ও ভার্চুয়ালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ¦ কাজী কেরামত আলী, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক বিশ^াস, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আতাউর রহমান, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আবু তালেব, বীর মুক্তিযোদ্ধা মহসীন উদ্দিন বতু ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর জলিল প্রমুখ। 

  এ সময় রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ ও সদর  উপজেলার নির্বাহী অফিসার ফাইমি মোঃ সায়েফসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

  রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ¦ কাজী কেরামত আলী বলেন, ১৯৪৯ সালের আগস্ট মাসের এই দিনে শেখ কামাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বন্ধবন্ধুর সাথে তাকেও নির্মম ভাবে হত্যা করা হয়। বাংলাদেশের শিল্প,  সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গণে তার অবদান অনেক। তিনি শৈশব থেকে ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবলসহ বিভিন্ন খেলাধুলার পৃষ্ঠপোষক ছিলেন। তিনি আধুনিক ফুটবলের প্রবর্তক আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা ছিলেন। শেখ কামাল খুব সাদামাটা ভাবে চলাফেরা করতো। তাকে দেখে বুঝা যেতো না তিনি রাষ্ট্রপতির ছেলে। কিন্তু সেই সাধারণ মানুষটিকে নিয়েও কিছু মানুষ অপ-প্রচার চালিয়ে ছিলো। তাই আমাদের সত্যিকারের ইতিহাস জানা দরকার। তাহলেই এই অপপ্রচার চালাতে পারবে না। আর যারা এই সকল হত্যাকান্ড ঘটিয়ে ছিলো সেই সকল মানুষকে এই সরকারের আমলে বিচার হয়েছে। তাই এই সরকারের আমলে কেউ অন্যায় করে পার পাবে না বলে তিনি জানান। যদি বঙ্গবন্ধুসহ যাদের হত্যা করা হয়েছে তারা যদি বেঁচে থাকতো তাহলে কিন্তু আমাদের দেশ আরো অনেক দূর এগিয়ে যেতে। তারপরেও আমাদের প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

  জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, শহীদ ক্যাপ্টেন শেখ কামাল মাত্র ২৬ বছর পেয়েছিলো এই দেশের জন্য কাজ করার। তার মাঝেই তিনি দেশের শিল্প, সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গণে অনেক অবদান রেখেছে। 

  পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, স্বাধীনতার পর পরই দেশের ক্রীড়া, শিক্ষা ও সাংস্কৃতিক অগ্রযাত্রায় তিনি বিশেষ ভূমিকা রেখেছেন। তিনি উপমহাদেশের অন্যতম ক্রীড়া সংগঠন, বাংলাদেশের আধুনিক ফুটবলের প্রবর্তক আবহানী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা ছিলেন। তার দ্বারা যে সকল উন্নয়ন হচ্ছিল সেটা বন্ধ করার জন্যই কিন্ত ১৫ই আগস্ট এই হত্যা। 

  এ ছাড়াও আলোচনা সভায় অন্যান্য বক্তাগণ বলেন, বাংলাদেশের ইতিহাসে বহুমাত্রিক প্রতিভার অধিকারী শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ছিলেন অত্যন্ত সৃজনশীল ও সংস্কৃতি অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র। তার বহুমুখী সৃজনশীল প্রতিভার সৃষ্টি আজকে লক্ষ কোটি তরুণের অন্তরে প্রেরণার প্রদীপ্ত প্রজ্জলিত শিখা হিসেবে যুগে যুগে স্মরণীয় হয়ে থাকবে। 

  আলোচনা সভা শেষে দুপুরে রাজবাড়ী আলাদীপুরের যুব উন্নয়ন অধিদপ্তরের যুব প্রশিক্ষণ কেন্দ্রে শেখ কামালের জন্মদিন উপলক্ষে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন করা হয়। 

  জেলা প্রশাসক দিলসাদ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আতাউর রহমানসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

ফিলিস্তিনে অমানবিক হামলার প্রতিবাদে রাজবাড়ীতে যুব অধিকার পরিষদের বিক্ষোভ
আহলে হাদীছ আন্দোলন ও আহলে হাদীছ যুব সংঘ রাজবাড়ী জেলার শাখার আয়োজনে গাজায় গণহত্যার বিরুদ্ধে রাজবাড়ীতে
রাজবাড়ী জেলায় এসএসসি ও সমমান  পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ২৩৩জন
সর্বশেষ সংবাদ