রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাগত সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসান গতকাল ৮ই আগস্ট যোগদান করেছেন। তিনি ৩৬তম বিসিএস(প্রশাসন) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত।
যোগদানের পর গতকাল রবিবার দুপুরে তিনি বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা তাকে স্বাগত জানান। উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা তখন উপস্থিত ছিলেন।
নবাগত সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসান ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বাসিন্দা। এর আগে তিনি কুড়িগ্রামের জেলা প্রশাসকের কার্যালয়ে এনডিসি হিসেবে কর্মরত ছিলেন।