ঢাকা বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
জাতীয় শোক দিবসে রাজবাড়ী শহরের ৩নং বেড়াডাঙ্গা জামে মসজিদে বিশেষ মিলাদ-দোয়া মাহফিল
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৮-১৫ ১৫:৩৫:১৯

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজবাড়ী শহরের ৩নং বেড়াডাঙ্গা জামে মসজিদ কমিটির আয়োজনে গতকাল ১৫ই আগস্ট বাদ জোহর বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

  মিলাদ মাহফিল পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ মনির হোসেন এবং মোনাজাত করেন মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ আবু বক্কর সিদ্দিক। 

  মোনাজাতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যসহ ৭৫-এর ১৫ই আগস্টের শহীদদের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির সার্বিক উন্নয়ন এবং অগ্রগতি কামনা করা হয়। মিলাদ মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আজিমুল হক আজিম।

  সামাজিক দূরত্ব মেনে ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে মসজিদের মুসুল্লী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মসজিদ কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়।

প্রতিবন্ধী সন্তান সমাজের বোঝা না; তাদেরকে সাথে নিয়েই আগামীর বাংলাদেশ গড়তে চাই-----জেলা প্রশাসক
 রাজবাড়ীতে টাস্কফোর্সের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা
 ভারত বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল গঠনমূলক সম্পর্ক চায় ঃ হাইকমিশনার
সর্বশেষ সংবাদ