ঢাকা শনিবার, এপ্রিল ১২, ২০২৫
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী পালিত
  • চঞ্চল সরদার
  • ২০২১-০৮-১৫ ১৫:৫০:৪৫
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গতকাল ১৫ই আগস্ট সকালে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে নেতৃবৃন্দ অংশ গ্রহণ করে -মাতৃকণ্ঠ।

নানা কর্মসূচির মধ্যে দিয়ে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। 

  এ উপলক্ষে গতকাল ১৫ই আগস্ট সকাল ৮টায় সংগঠনের কার্যালয়ে পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও এরপর আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

  রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সিনিয়র সহ-সভাপতি আকবর আলী মর্জি, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন ৩৪০ এর সংসদ সদস্য এডঃ খোদেজা নাসরিন আক্তার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সহ-সভাপতি হেদায়েত আলী সোহবার, সহ-সভাপতি ও সাবেক পৌরসভা মেয়র মহম্মদ আলী চৌধুরী, ফকুরুজ্জামান মুকুট, যুগ্ম-সাধারণ সম্পাদক এডঃ মোঃ সফিকুল আজম মামুন, আইন বিষয়ক সম্পাদিক এডঃ ওমা সেন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আমজাদ হোসেন , রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ উজির আলী শেখ, সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সফি, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ওহিদুজ্জামান ওহিদ ও জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব প্রমুখ। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, আজকের এই দিনে বঙ্গবন্ধুকে হত্যা করে তারা চেয়েছিলো আওয়ামী লীগকে শেষ করে দিতে। বঙ্গবন্ধুর নাম এই দেশ থেকে মুছে ফেলতে। কিন্তু তাদের সেই চাওয়া পূরণ হয়নি। বাংলাদেশের আরো বেশি মানুষ তাকে এখন ভালোবাসে। যারা এই দেশের জন্য জীবন দিয়েছে আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবো। কারণ তাদের অবদানেই আমাদের এই দেশ স্বাধীন হয়েছে। 

  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী বলেন, বাঙালি জাতির শোকের মাস আগস্ট। এই মাসেই আমরা হারিয়েছি জাতির জনক বঙ্গবন্ধুকে। ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারের  হত্যা করা হয়। বঙ্গবন্ধু মানুষের অধিকার আদায়ে সারা জীবন যুদ্ধ করে গেছে। আমাদের জন্য দিয়ে গিয়েছে একটি স্বাধীন দেশ। দেশ স্বাধীন হওয়ার পরেই এক কূচক্রী মহল দেশ বিরোধী নানা চক্রান্ত শুরু করেছিলো। তারা চেয়েছিলো বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে এই দেশকে ধ্বংস করতে। কিন্তু তারা সেটা পারেনি। তারা ইতিহাস বিকৃত করে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চেয়েছিলো। কিন্তু তারা সেটাও পারেনি। 

  আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন আটাশ কলোনী জামে মসজিদের ইমাম সেলিম দেওয়ান। 

  এরপর দুপুরে দুস্থ ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ এবং মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডায় দোয়া ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। 

ফিলিস্তিনে অমানবিক হামলার প্রতিবাদে রাজবাড়ীতে যুব অধিকার পরিষদের বিক্ষোভ
আহলে হাদীছ আন্দোলন ও আহলে হাদীছ যুব সংঘ রাজবাড়ী জেলার শাখার আয়োজনে গাজায় গণহত্যার বিরুদ্ধে রাজবাড়ীতে
রাজবাড়ী জেলায় এসএসসি ও সমমান  পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ২৩৩জন
সর্বশেষ সংবাদ