ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
কালুখালীতে স্বচ্ছতার সাথে সেবা দিচ্ছে উপজেলা নির্বাচন অফিস
  • রাকিবুল ইসলাম
  • ২০২১-০৮-১৭ ১৪:৪৭:৫৬
কালুখালী উপজেলা নির্বাচন অফিসে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই জনগণকে সেবা দিচ্ছেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ আজিজুল ইসলাম ও অফিস স্টাফরা -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা নির্বাচন অফিসে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই সেবা পাচ্ছে সেবা গ্রহীতারা। 

  নতুন ভোটার নিবন্ধন, স্মার্ট এনআইডি কার্ড প্রদান ও ভোটার স্থানান্তরের জন্য অফিস চলাকালীন সময়ে যে কোনো দিন আসলেই সেবা পাবেন বলে জানান সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাচন অফিসার মোঃ আজিজুল ইসলাম। 

  গত ২৭শে জুলাই তিনি কালুখালী উপজেলা নির্বাচন অফিসারের দায়িত্ব গ্রহণ করেন। যোগদানের পর থেকে নির্বাচন অফিসের কাজে স্বচ্ছতা আনতে কাজ করছেন। 

  তিনি বলেন, সেবা গ্রহীতা প্রত্যেক মানুষকে সেবা প্রদানে আমরা নিয়োজিত।

  উল্লেখ্য, মোঃ আজিজুল ইসলাম ২০০৯ সালে নির্বাচন অফিসার হিসেবে যোগদান করেন। ইতিপূর্বে তিনি ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় নির্বাচন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তার দেশের বাড়ী নড়াইল জেলার লোহাগাড়া উপজেলায়। 

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ