ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
রাজবাড়ী জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ হাজারে উন্নীত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৮-১৮ ১৪:৫০:১৬

রাজবাড়ীতে গতকাল ১৮ই আগস্ট নতুন করে আরো ১৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার মধ্যদিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তে সংখ্যা ১০ হাজার ৯জনে উন্নীত হয়েছে। 
  গতকাল ১৮ই আগস্ট বিকালে রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, র‌্যাপিড অ্যান্টিজেন্টের মাধ্যমে ৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ১৯ জনের করোনা পজিটিভ। এর মধ্যে সদর উপজেলার ১০ জন, পাংশায় ১জন, কালুখালীর ৩ জন ও গোয়ালন্দ উপজেলার ১জনের শরীরে করোনা শনাক্ত হয়। 
  উল্লেখ্য, গত ২০২০ সালের ৭ই এপ্রিল রাজবাড়ী জেলাতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তারপর থেকে গতকাল ১৮ই আগস্ট পর্যন্ত এ জেলাতে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৯জন। তার মধ্যে সুস্থ হয়েছেন ৮ হাজার ৬শত জন। মৃত্যু হয়েছে ৮০ জনের।
  করোনা শুরু থেকে গতকাল ১৮ই আগস্ট পর্যন্ত ৩৬ হাজার ৭৩০ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে আরটি পিসিআরে ২৫ হাজার ৮৩৮ জনের এবং র‌্যাপিড অ্যান্টিজেন্টের মাধ্যমে ১০ হাজার ৮৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ১০ হাজার ৯ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়। 
  করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছে ১হাজার ৩শত জন। হাসপাতালে ভর্তি আছে ৩৮ জন।

 

রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
রাজবাড়ী সফরে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব সম্মেলনসহ কয়েকটি সভা
সর্বশেষ সংবাদ