ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
কালুখালীতে সোনালী ব্যাংক কর্তৃক আর্থিক অনুদানের চেক বিতরণ
  • মোখলেছুর রহমান
  • ২০২১-০৮-২৪ ১৪:২৭:৫৭

করোনা ভাইরাস সংকট মোকাবেলায় দেশব্যাপী সোনালী ব্যাংক লিমিটেডের বিশেষ সিএসআর কার্যক্রমের আওতায় রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার হতদরিদ্র সাময়িক কর্মহীন ১৫জনের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

  গতকাল ২৪শে আগস্ট উপজেলা প্রশাসন ও কালুখালী সোনালী ব্যাংক লিমিটেডের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলিউজ্জামান চৌধুরী টিটো ও বিশেষ অতিথি হিসেবে সোনালী ব্যাংক কালুখালী শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন বক্তব্য রাখেন।

  এ সময় মাজবাড়ী ইউপি চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা জীবন কুমার প্রামানিকসহ অন্যান্য ইউপি চেয়ারম্যান ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া এই অর্থ কাজে লাগাতে হবে। করোনায় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে স্বাবলম্বী হতে এই অর্থ দিয়ে আপনারা ছাগল বা হাস মুরগী কিনে পালন করবেন।

পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ