ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীর কল্যাণপুরে করোনায় মৃত্যুবরণকারী কিন্ডার গার্টেন স্কুলের প্রতিষ্ঠাতার পরিবারকে অর্থ সহায়তা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৯-০৩ ১৪:০৫:২৯
করোনায় মৃত্যুবরণকারী রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুরে মন্টেসওরি ট্যালেন্ট কিন্ডার গার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ সুবাস কুমার বকশির পরিবারকে গত ২রা সেপ্টেম্বর আর্থিক সহযোগিতা করেছে বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন -মাতৃকণ্ঠ।

করোনায় আক্রান্ত হয়ে সদ্য প্রয়াত রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুরে মন্টেসওরি ট্যালেন্ট কিন্ডার গার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ সুবাস কুমার বকশির পরিবারকে আর্থিক সহযোগিতা করেছে বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন।

  গত ২রা সেপ্টেম্বর দুপুরে প্রয়াত অধ্যক্ষ সুবাস কুমার বকশির স্ত্রী সাথী সরকারের হাতে এ আর্থিক সহযোগিতা তুলে দেন বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব মিজানুর রহমান ও সিঙ্গা নিজাতপুর প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ দেলোয়ার হোসেন।

  এ সময় মন্টেসওরি ট্যালেন্ট কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক আলাউদ্দিন আহমেদ, হক প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ জহিরুল হক, প্রজাপতি মডেল কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা রুবেল শেখ, নিউ সানরাইজ কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা আবু বক্কর ছিদ্দিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে শিক্ষানুরাগী সুবাস কুমার বকশি গত ১৪ই জুলাই মৃত্যুবরণ করেন।

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ