ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
ফেসবুক গ্রুপ নারুয়া হেল্পলাইন-এর উদ্যোগে দুস্থদের মধ্যে চাল বিতরণ
  • তনু সিকদার সবুজ
  • ২০২১-০৯-০৬ ১৪:৫৫:২৩
বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের ৫০টি দুস্থ-অসহায় পরিবারের মধ্যে গতকাল ৬ই সেপ্টেম্বর সকালে ৫০ বস্তা চাল বিতরণ করেছে ফেসবুক গ্রুপ ‘নারুয়া হেল্পলাইন’ -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের ৫০টি দুস্থ-অসহায় পরিবারের মধ্যে ৫০ বস্তা চাল বিতরণ করেছে ফেসবুক গ্রুপ ‘নারুয়া হেল্পলাইন’।

  গতকাল ৬ই সেপ্টেম্বর সকালে ফেসবুক গ্রুপটির সদস্যরা নারুয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নির্বাচিত ৫০টি দুস্থ-অসহায় পরিবারের কাছে ২৫ কেজি ওজনের এক বস্তা করে চাল পৌঁছে দেন। 

  এ সময় নারুয়া হেল্পলাইনের এডমিন শেখ বিল্লাল হোসেন, সদস্য সরদার মোহাম্মদ রতন, হৃদয়. রানা, আরিফ ও রাজিব প্রমুখ উপস্থিত ছিলেন।

  নারুয়া হেল্পলাইনের এডমিন শেখ বিল্লাল হোসেন বলেন, করোনার শুরু থেকে আমরা দুস্থ-অসহায়দের পাশে রয়েছি। এরই ধারাবাহিকতায় এই চাল বিতরণ করলাম। আমাদের গ্রুপের মাধ্যমে ভবিষতে আমরা আরও ভালো কিছু করতে চাই। 

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ