করোনা পরিস্থিতির জন্য আটকে পড়া প্রবাসীদের ফিরতে বাংলাদেশের ৩টি আন্তর্জাতিক বিমানবন্দরে র্যাপিড পিসিআর টেস্ট মেশিন(ল্যাব) স্থাপনের দাবীতে সংবাদ সম্মেলন করেছে সংযুক্ত আরব আমিরাত যুবলীগ।
গত ৫ই সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৯টায় আমিরাতের শারজার আল জুমাদিয়া হলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে দেশে আটকে পড়া সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের ফিরতে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে র্যাপিড পিসিআর টেস্ট মেশিন(ল্যাব) স্থাপনসহ বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট চালু করার দাবী জানিয়ে বলা হয়, করোনা পরিস্থিতিতে আমিরাতের সাথে বাংলাদেশের ফ্লাইট বন্ধ থাকায় প্রবাসীরা আমিরাতে প্রবেশ করতে পারে নাই। বর্তমানে আমিরাত সরকার বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রবাসীদের শর্ত সাপেক্ষে আমিরাতে প্রবেশের অনুমতি দিয়েছে। কিন্তু বাংলাদেশের বিমানবন্দরগুলোতে র্যাপিড পিসিআর টেস্ট ল্যাব না থাকায় আটকে পড়া প্রবাসীরা যথাসময়ে আমিরাতে প্রবেশ করতে পারছেন না। এ অবস্থায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।
সংবাদ সম্মেলনে আমিরাত আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা আইয়ুব আলী বাবুল, আমিরাত যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক এস.এম শফিকুল ইসলাম, উপদেষ্টা সাইফুদ্দিন আহমেদ, তাজ উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।