ঢাকা শনিবার, এপ্রিল ১২, ২০২৫
ভ্রাম্যমান আদালতে বালিয়াকান্দির জামালপুর বাজারের ২টি বেকারীসহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা
  • তনু সিকদার সবুজ
  • ২০২১-০৯-০৬ ১৫:০৫:১৭
রাাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান গতকাল ৬ই সেপ্টেম্বর বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন -মাতৃকণ্ঠ।

ভ্রাম্যমান আদালতের অভিযানে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারের ২টি বেকারীসহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। 

  গতকাল ৬ই সেপ্টেম্বর সকালে রাাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। 

  অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় বাঁধন বেকারীকে ৫হাজার টাকা, মুসলিম বেকারীকে ৫ হাজার টাকা, ধূমপান ও তামাকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ঘোষ স্টোরকে ১হাজার টাকা এবং অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় শেখ ট্রেডার্সকে ৫শত টাকাসহ সর্বমোট ১১হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়। জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামানিক এবং বালিয়াকান্দি থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন।  

ফিলিস্তিনে অমানবিক হামলার প্রতিবাদে রাজবাড়ীতে যুব অধিকার পরিষদের বিক্ষোভ
আহলে হাদীছ আন্দোলন ও আহলে হাদীছ যুব সংঘ রাজবাড়ী জেলার শাখার আয়োজনে গাজায় গণহত্যার বিরুদ্ধে রাজবাড়ীতে
রাজবাড়ী জেলায় এসএসসি ও সমমান  পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ২৩৩জন
সর্বশেষ সংবাদ