ঢাকা মঙ্গলবার, মে ৭, ২০২৪
রাজবাড়ীর কালেক্টরেট স্কুল পরিদর্শনে জেলা প্রশাসক
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৯-০৬ ১৫:০৭:১০
রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম গতকাল ৬ই সেপ্টেম্বর সকালে কালেক্টরেট স্কুল পরিদর্শনকালে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী কালেক্টরেট স্কুল গতকাল ৬ই সেপ্টেম্বর সকালে পরিদর্শন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম। 

  তিনি স্কুল পরিদর্শনে গেলে প্রথমে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এরপর তিনি স্কুল ঘুরে দেখেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন কর্তৃপক্ষকে। 

  এ সময় রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমি মোঃ সায়েফ, সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) আকাশ কুমার কুন্ডু ও উপজেলা শিক্ষা অফিসার নাসরিন আক্তারসহ স্কুলের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। 

  জেলা প্রশাসক দিলসাগ বেগম বলেন, আগামী ১২ই সেপ্টেম্বর থেকে স্কুল খুলছে। স্কুলে যাতে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলে তার জন্য যা যা করার দরকার সবই করতে হবে। এছাড়াও কালেক্টরেট স্কুলের অবকাঠামোসহ সার্বিক মানোন্নয়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

ফরিদপুর রেল স্টেশনে চন্দনা কমিউটার ট্রেনের স্টপেজ দাবীতে অবস্থান কর্মসূচি
আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে ঃ রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
বসন্তপুরে ইমাম কমিটির উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
সর্বশেষ সংবাদ