ঢাকা শনিবার, এপ্রিল ১২, ২০২৫
রাজবাড়ীর কালেক্টরেট স্কুল পরিদর্শনে জেলা প্রশাসক
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৯-০৬ ১৫:০৭:১০
রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম গতকাল ৬ই সেপ্টেম্বর সকালে কালেক্টরেট স্কুল পরিদর্শনকালে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী কালেক্টরেট স্কুল গতকাল ৬ই সেপ্টেম্বর সকালে পরিদর্শন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম। 

  তিনি স্কুল পরিদর্শনে গেলে প্রথমে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এরপর তিনি স্কুল ঘুরে দেখেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন কর্তৃপক্ষকে। 

  এ সময় রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমি মোঃ সায়েফ, সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) আকাশ কুমার কুন্ডু ও উপজেলা শিক্ষা অফিসার নাসরিন আক্তারসহ স্কুলের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। 

  জেলা প্রশাসক দিলসাগ বেগম বলেন, আগামী ১২ই সেপ্টেম্বর থেকে স্কুল খুলছে। স্কুলে যাতে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলে তার জন্য যা যা করার দরকার সবই করতে হবে। এছাড়াও কালেক্টরেট স্কুলের অবকাঠামোসহ সার্বিক মানোন্নয়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

ফিলিস্তিনে অমানবিক হামলার প্রতিবাদে রাজবাড়ীতে যুব অধিকার পরিষদের বিক্ষোভ
আহলে হাদীছ আন্দোলন ও আহলে হাদীছ যুব সংঘ রাজবাড়ী জেলার শাখার আয়োজনে গাজায় গণহত্যার বিরুদ্ধে রাজবাড়ীতে
রাজবাড়ী জেলায় এসএসসি ও সমমান  পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ২৩৩জন
সর্বশেষ সংবাদ