ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
করোনা ও আম্পান পরবর্তী পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে যশোর সেনানিবাস
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৬-১৯ ০৫:৫৩:২৩
প্রাণঘাতী করোনার বিস্তার রোধে যশোর সেনানিবাসের সেনা সদস্যরা স্বাস্থ্য বিধি মেনে রাস্তায় গণপরিবহন চলাচল তদারকি, সচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণসহ তাদের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে -মাতৃকণ্ঠ।

প্রাণঘাতী করোনা ও সুপার সাইক্লোন আম্পান পরবর্তী পরিস্থিতিতে সেনা প্রধানের নির্দেশনা অনুযায়ী দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের যশোর সেনানিবাসের সেনা সদস্যরা।
  করোনার সংক্রমণ রোধে সেনা সদস্যরা সামাজিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য কার্যকর পদক্ষেপ নিশ্চিত করার জন্য মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রাণঘাতী করোনার সংক্রমণ থেকে মুক্তি পেতে করণীয় সম্পর্কে জনগণকে ক্রমাগত মনস্তাত্মিক পরামর্শ দেয়ার পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া, সবসময় মুখে মাস্ক ও প্রযোজ্য ক্ষেত্রে হাতে গ্লাভস ব্যবহার, স্বাস্থ্য বিধি মেনে রাস্তায় গণপরিবহন চলাচল তদারকি, সচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণসহ তাদের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। 
  অন্যদিকে আম্পান পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার বেড়ীবাঁধ পুনঃনির্মাণ, সাধারণ মানুষের ঘর-বাড়ী মেরামত করে দেয়া, জরুরী চিকিৎসা সহায়তা প্রদান, বিশুদ্ধ পানি সরবরাহসহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন তারা।

 

পদ্মা নদীর সুজানগরের অংশে অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্টের অভিযান॥ড্রেজার মেশিন জব্দ
 জামায়াত-শিবির-বিএনপির তান্ডব বন্ধে সহযোগিতা কামনা করে জাতিসংঘ মহাসচিবকে স্মারকলিপি
মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
সর্বশেষ সংবাদ