ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
বালিয়াকান্দি কলেজের সাবেক অধ্যক্ষ বিনয় চক্রবর্তীর মৃত্যু
  • তনু সিকদার সবুজ
  • ২০২১-০৯-১৩ ১৪:৫৩:৩৯

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি কলেজের সাবেক অধ্যক্ষ বিনয় কুমার চক্রবর্তী(৮০) আর নেই। 

  বার্ধক্যজনিত কারণে গতকাল ১৩ই সেপ্টেম্বর দুপুর পৌনে ২টার দিকে তিনি বহরপুর ইউনিয়নের রায়পুর গ্রামের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সন্ধ্যায় বালিয়াকান্দি কলেজে শেষ শ্রদ্ধা জানানো শেষে তার মরদেহ জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামে দাহ করা হয়।

  বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক বিনয় কুমার চক্রবর্তী জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সহ-সভাপতি, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের সভাপতি এবং উপজেলা ব্রাহ্মণ সংসদের প্রধান উপদেষ্টাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। তার মৃত্যুতে জেলা ও বালিয়াকান্দি উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। 

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ