রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে বড় বড় মাছ ধরা পড়া অব্যাহত রয়েছে।
গতকাল ২৫শে সেপ্টেম্বর ভোর রাতে রতন হালদার নামে এক জেলের জালে ১২ কেজি ওজনের ১টি চিতল মাছ ধরা পড়ে। সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরী ঘাটের মৎস্য আড়তে নিয়ে আসার পর নিলামে শাহজাহান নামে স্থানীয় এক মৎস্য ব্যবসায়ী ১ হাজার ৫৫০ টাকা কেজি দরে ১৮ হাজার ৬০০ টাকায় মাছটি কিনে নেয়। পরে সে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে কিছুটা লাভে গাজীপুরের এক ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করে দেয়।