রাজবাড়ীতে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে সাধন পাল(৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সে রাজবাড়ী শহরের লক্ষ্মীকোল গ্রামের মৃত অধীর পালের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সাধন পাল বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। গতকাল ২০শে জুন সকালে গুরুতর অসুস্থবোধ করলে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটের ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, সাধন পালের শ্বাসকষ্ট ছাড়াও তার মধ্যে করোনার বেশ কিছু উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার রিপোর্ট এলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।