ঢাকা বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫
রাজবাড়ীর লক্ষীকোলে করোনার উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু
  • দেবাশীষ বিশ্বাস
  • ২০২০-০৬-২০ ১৪:১৬:৫১

রাজবাড়ীতে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে সাধন পাল(৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সে রাজবাড়ী শহরের লক্ষ্মীকোল গ্রামের মৃত অধীর পালের ছেলে। 
  নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সাধন পাল বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। গতকাল ২০শে জুন সকালে গুরুতর অসুস্থবোধ করলে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
   রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটের ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, সাধন পালের শ্বাসকষ্ট ছাড়াও তার মধ্যে করোনার বেশ কিছু উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার রিপোর্ট এলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শেখ হাসিনার বিচারের দাবীতে রাজবাড়ীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মশাল মিছিল
অংকুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রাজবাড়ীতে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে র‌্যালী ও পুরস্কার বিতরণ
সর্বশেষ সংবাদ