ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দৌলতদিয়ার পদ্মায় ধরা পড়লো ১৬ কেজির আরেকটি কাতল
  • মইনুল হক মৃধা
  • ২০২১-০৯-২৭ ১৪:০৫:৪৪

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদী থেকে ১৬ কেজি ওজনের আরেকটি কাতল মাছ ধরা পড়েছে।  
   গতকাল ২৭শে সেপ্টেম্বর দুপুরে দৌলতদিয়া ফেরী ঘাট এলাকায় সাগর হালদার নামে এক জেলের জালে বড় আকারের কাতল মাছটি ধরা পড়ে। পরবর্তীতে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটের মৎস্য আড়তে নিয়ে আসার পর উন্মুক্ত নিলামে স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে ২৩ হাজার ২০০ টাকায় মাছটি কিনে নেন। পরে তিনি মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে কিছুটা বেশী দামে ময়মনসিংহের একজন ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করেন।  
   উল্লেখ্য, পদ্মা নদীর পানি কমতে থাকায় দৌলতদিয়া এলাকা থেকে প্রায়ই এ ধরনের বড় বড় মাছ ধরা পড়ছে।  

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ