ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
কালুখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা
  • কালুখালী প্রতিনিধি
  • ২০২১-০৯-৩০ ১৪:২৯:০৬

জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে ‘আমরা কন্যা শিশু- প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো’-স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর কালুখালী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে গতকাল ৩০শে সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
   কালুখালী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, অন্যান্য অতিথিদের মধ্যে উপজলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান ডলি পারভীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সার্জেন্ট (অবঃ) আকামত আলী মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ বলেন, আজকের শিশুরা আগামী দিনের সম্পদ। কন্যা শিশুরা যেন অবহেলায় না থাকে সেদিকে সবসময় লক্ষ্য রাখতে হবে। বর্তমান সরকার কন্যা শিশুদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছে। আলোচনা পর্বের শেষে মহিলা বিষয়ক অধিদপ্তরের রেজিস্ট্রার্ড ৩টি মহিলা সমিতিকে অনুদানের ৯০ হাজার টাকার চেক প্রদান করা হয়। 

 

পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ