ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
ভ্রাম্যমাণ আদালতে গোয়ালন্দ মোড়ের ২ দোকানীর জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৯-৩০ ১৪:২৯:২৮

রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে গতকাল ৩০শে সেপ্টেম্বর বিকালে সদর উপজেলাধীন গোয়ালন্দ মোড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। 
   অভিযানকালে নকল ব্যান্ডরোলযুক্ত বিউটি বিড়ি বিক্রি ও তামাকজাত পণ্যের বিজ্ঞাপন প্রচারের দায়ে গাজী স্টোর ও মাইনুদ্দিন স্টোর নামের ২টি মুদী দোকানের মালিককে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর সংশ্লিষ্ট ধারায় ২ হাজার টাকা করে জরিমানা করাসহ সতর্ক করা হয়। এছাড়াও নকল ব্যান্ডরোলযুক্ত ১৬ হাজার ২৫ শলাকা বিউটি বিড়ি জব্দ করা হয়। জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক এবং এসআই ইমাম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন। এছাড়াও অভিযানকালে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে সরকারী আইন ও স্বাস্থ্য বিধি মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দেয়া হয়। 

পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ