ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে মজুদ শেষ হওয়ায় করোনার টিকা দেয়া বন্ধ রয়েছে
  • চঞ্চল সরদার
  • ২০২১-১০-০১ ১৪:২৬:১৮

রাজবাড়ীতে মজুদ শেষ হয়ে যাওয়ায় করোনার টিকা দেয়া বন্ধ রয়েছে। 
   জানা গেছে, গত বৃহস্পতিবার (৩০শে সেপ্টেম্বর) রাজবাড়ী সদর হাসপাতালসহ জেলা-উপজেলার কেন্দ্রগুলোতে কিছু সংখ্যক করে টিকা দেয়ার পর মজুদ শেষ হয়ে গেলে টিকাদান কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। সদর হাসপাতালে প্রতিদিন যেখানে গড়ে ১৩-১৪শত করে টিকা দেয়া হয়, সেখানে বৃহস্পতিবারের দিন মাত্র ১৪৪ জনকে দেয়া সম্ভব হয়। একইভাবে জেলা-উপজেলা পর্যায়ের অন্যান্য কেন্দ্রগুলোতেও কিছুক্ষণ করে দেওয়ার পরই টিকা শেষ হয়ে যায়। নতুন করে টিকা আসার পর পুনরায় ১ম ও ২য় ডোজের টিকা দেয়া হবে। 
   সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গণটিকা কার্যক্রমের আওয়ায় গত ২৮ ও ২৯শে সেপ্টেম্বর ২ দিনে জেলায় প্রায় ৭০ হাজার জনকে টিকা দেয়া হয়। এর জেরে পরদিন ৩০শে সেপ্টেম্বর কিছু সংখ্যক মানুষকে দেয়ার পর টিকার মজুদ শেষ হয়ে যায়। এ জন্য শনি ও রবিবার ২ দিন টিকাদান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আশা করছি এর মধ্যে টিকার চালান চলে আসবে। তখন আবার দেয়া শুরু হবে। 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ