রাজবাড়ীর কালুখালীতে নবাগত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম নাসিম আখতারকে সংবর্ধনা জানানো হয়েছে।
গতকাল ৪ঠা অক্টোবর দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাসমূহের পক্ষ থেকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে তাকে সংবর্ধনা জানানো হয়। পাংশা কালুখালী শিক্ষা কল্যাণ ট্রাস্টের সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত নবাগত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম নাসিম আখতার, অন্যান্যের মধ্যে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, একাডেমিক সুপারভাইজার ইমতিয়াজ দেওয়ান মুরাদ, শিক্ষা কল্যাণ ট্রাস্টের সাবেক সভাপতি রেজাউল আলম, সাধারণ সম্পাদক সামছুল আলম, শিক্ষক শাহজাহান আলী, মাওলানা মহিউদ্দিন, একেএম নজরুল ইসলাম, মাওলানা নুরুল ইসলাম হেলাল, শাহজাহান আলী, আব্দুল জলিল, মাওলানা আবুল কাশেম প্রমুখ বক্তব্য রাখেন।