রাজবাড়ীর পাংশা উপজেলার ১০টি ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীরা তৎপর হয়েছেন। দলীয় মনোনয়নের আবেদন ফরম সংগহে প্রার্থী ও তাদের সমর্থিত লোকজনের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বর।
জানা যায়, গতকাল ৪ঠা অক্টোবর পর্যন্ত পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোট ৪২ জন মনোনয়নের আবেদন ফরম সংগ্রহ করেছেন।
গতকাল সোমবার মনোনয়নের আবেদন ফরম সংগ্রহকারী সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন- মাছপাড়া ইউপির খন্দকার সাইফুল ইসলাম (মাছপাড়া ইউপির বর্তমান চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি), বাহাদুরপুর ইউপির হুমায়ুন কবির শাকিল (বাহাদুরপুর ইউপির বর্তমান চেয়ারম্যান) ও সজিব হোসেন, বাবুপাড়া ইউপির ওহাব মন্ডল (পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক), পাট্টা ইউপির জনাব আলী (পাট্টা ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক), ইউনুস আলী বিশ্বাস (পাট্টা ইউপি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক), গোলাম মোস্তফা লুলু বিশ্বাস (পাট্টা ইউপি কৃষক লীগের সভাপতি) ও মাসুক আহম্মেদ (পাট্টা ইউপি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক), যশাই ইউপির আবু হোসেন খান (যশাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক), মৌরাট ইউপির হাবিবুর রহমান (মৌরাট ইউপি আওয়ামী লীগের সহসভাপতি) ও সুশান্ত কুমার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে দলীয় মনোনয়নের আবেদন ফরম সংগ্রহ করেন।
গত রবিবার ৩ অক্টোবর মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীরা হলেন- কলিমহর ইউপির জমির হোসেন, বীর মুক্তিযোদ্ধা রোকন উদ্দিন বকুল বিশ্বাস (কলিমহর ইউপির সাবেক চেয়ারম্যান ও পাংশা উপজেলা কৃষক লীগের সভাপতি), আব্দুল গফুর মাস্টার (সাজুরিয়া জেহরা জেরিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক) ও সিদ্দিকুর রহমান, মৌরাট ইউপির শওকত আলী সরদার (মৌরাট ইউপির সাবেক চেয়ারম্যান) ও রইচ উদ্দিন মিয়া (মৌরাট ইউপি আওয়ামী লীগের সহসভাপতি), যশাই ইউপির হাজী আব্দুল হাকিম খান (যশাই ইউপি আওয়ামী লীগের সভাপতি ও যশাই ইউপির সাবেক ৩বারের ইউপি চেয়ারম্যন) ও মানিক সরদার, বাবুপাড়া ইউপির আবুল কাশেম সরোয়ার (বাবুপাড়া ইউপি আওয়ামী লীগের সভাপতি ও বাবুপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান) ও নিজাম উদ্দিন সরদার (বাবুপাড়া ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাবুপাড়া ইউপির বারবার নির্বাচিত ইউপি সদস্য), মৌরাট ইউপির কেসমত আলী শেখ (মৌরাট ইউপি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক)।
এর আগে গত কয়েক দিনে পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে মনোনয়নের আবেদন ফরম সংগ্রহকারী চেয়ারম্যান প্রার্থীরা হলেন- হাবাসপুর ইউপির আব্দুল আলীম মন্ডল (বর্তমান চেয়ারম্যান), আল মামুন খান (সাবেক চেয়ারম্যান), গোলাম মোস্তফা (আবু), ফজলুল হক বিশ্বাস ও শাহজাহান আলী খান (চাঁদ), কলিমহর ইউপির আব্দুল জলিল মন্ডল (বর্তমান ইউপি চেয়ারম্যান), আব্দুর রাজ্জাক (সাবেক ইউপি মেম্বার) ও মোঃ লোকমান হোসেন, পাট্টা ইউপির আব্দুর রব বিশ্বাস (বর্তমান চেয়ারম্যান), বাবুপাড়া ইউপির ইমান আলী সরদার (বর্তমান চেয়ারম্যান), সরিষা ইউপির আজমল আল বাহার বিশ্বাস (বর্তমান চেয়ারম্যান), কসবামাজাইল ইউপির মোঃ কামরুজ্জামান খান (বর্তমান চেয়ারম্যান), শামসুদ্দিন মন্ডল (সাবেক চেয়ারম্যান), রাকিবুল ইসলাম বিশ্বাস, হাবিবুর রহমান বিশ্বাস, মতিন বিশ্বাস, মশিউর রহমান পিল্টু জেয়ার্দ্দার, আনোয়ার হোসেন খান ও শাহরিয়ার মাহমুদ সুফল।
এ ব্যাপারে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওহাব মন্ডল জানান, সোমবার পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৪২ জন চেয়ারম্যান প্রার্থী আবেদন ফরম সংগ্রহ করেছেন।