রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরী ঘাটে ফের যানজটের শুরু হয়েছে।
গতকাল ৪ঠা অক্টোবর দুপুর পর্যন্ত দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে গোয়ালন্দ ফিড মিল পর্যন্ত প্রায় ৫ কিলোমিটারব্যাপী আটকে পড়া যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সিরিয়াল দেখা গেছে।
সিরিয়ালে আটকে থাকা ঢাকাগামী একটি বাসের যাত্রী মাহতাব হোসেন বলেন, সকাল ৯টায় মধুখালী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। ঘাটে প্রায় ৪ ঘণ্টা হলেও এখনো ফেরীতে উঠতে পারিনি। কখন যে ফেরীর নাগাল পাবো বুঝতে পারছি না।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ শিহাব উদ্দিন বলেন, অতিরিক্ত যানবাহনে কারণে ঘাটে এই দীর্ঘ সিরিয়ালের সৃষ্টি হয়েছে। আমরা সিরিয়াল কমানোর চেষ্টা করছি। বর্তমানে এই নৌরুটে ছোট-বড় ১৮টি ফেরী দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।