রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ৫ই অক্টোবর সকালে উপজেলা পরিষদ চত্বরে ৩৫০ জন হতদরিদ্রের মধ্যে জনপ্রতি ২ কেজি করে ধানের কুড়া ও ২৫ কেজি করে গমের ছাল বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানর মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন ।