রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেছেন, আসন্ন শারদীয় দুর্গা পূজায় শান্তি বজায় রাখতে হবে। কোন প্রকার দুর্ঘটনা যেন না ঘটে সেই দিকে সকলকে খেয়াল রাখতে হবে।
গতকাল ৫ই অক্টোবর বিকালে রাজবাড়ী শহরের বিনোদপুর রাধাগোবিন্দ জিউর মন্দিরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্গা পূজার প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সদর উপজেলার নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার সরকার, সাধারণ সম্পাদক ডাঃ সমীর কুমার দাস, অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক তোফাজ্জেল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, প্রত্যেক পূজা মন্ডপে প্রশাসনের কঠোর নজরদারী থাকবে। যাতে কেউ বিশৃঙ্খলা করতে না পারে। পূজাতে অনেক লোক সমাগম হবে। সেখান থেকে যাতে করোনা ভাইরাস ছড়াতে না পারে সেই দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। সকলের সহযোগিতায় এবার আমরা শান্তিপূর্ণভাবে দুর্গা পূজা শেষ করতে পারবো বলে আশা করি।