ঢাকা রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
রাজবাড়ী সদরের মিজানপুর ইউপির নিবন্ধিত ৪৭১ জন জেলের মধ্যে ভিজিএফের চাল বিতরণ
  • চঞ্চল সরদার
  • ২০২১-১০-০৫ ১৪:১৭:২৮

ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সরকারী খাদ্য কর্মসূচীর আওতায় রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের নিবন্ধিত ৪৭১ জন জেলের মধ্যে ২০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। 

   ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত রাজবাড়ী সদর উপজেলা টাস্কফোর্স কমিটির উদ্যোগে গতকাল ৫ই অক্টোবর সকালে গোদার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই চাল বিতরণ ও সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, বিশেষ অতিথি হিসেবে মিজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিয়ার রহমান, অন্যান্যের মধ্যে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর ব্যক্তিগত সহকারী (পি.এ) এনায়েতুল হাসনাইন রওশন। 

   প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, সকলের ভালোর জন্যই সরকার প্রজনন মৌসুমে মা ইলিশ মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারী করেছে। এ সময়ে মা ইলিশ নির্বিঘ্নে ডিম ছাড়তে পারলে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। অন্যবারের চেয়ে এবার সরকার আরো কঠোর  অবস্থানে রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। সরকার মৎস্যজীবীদের কথা চিন্তা করে মানবিক কারণে খাদ্য সহায়তা দিচ্ছে। কাজেই জেলে ভাইয়েরা কেউ নিষেধাজ্ঞাকালীন সময়ে নদীতে নামবেন না। 

   সভাপতির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফ বলেন, গত বছর নিষেধাজ্ঞাকালীন সময়ে নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে অনেক জেলেকে আইনের আওতায় এনে শাস্তি দেয়া হয়েছিল। এবার নদীতে নামলে আরও কঠোরভাবে আইন প্রয়োগ করে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। এ জন্য আপনারা নিষেধাজ্ঞার ২২ দিন নদীতে নামবেন না। 

১২তম জাতীয় আইনগত সহায়তা দিবস কাল
রাজবাড়ী শহরের রেলওয়ে মাঠে জমে উঠেছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা
বড় কাভার্ড ভ্যান চালকদের গলার কাঁটা নতুন ৬ ফেরী!