রাজবাড়ী ডিবি পুলিশের অভিযানে সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ নাজমুল শেখ (২০) নামে এক মাদক বিক্রেতা গ্রেফতার হয়েছে।
গত ৫ই অক্টোবর রাত ১০টার দিকে এসআই জাহাঙ্গীর মাতুব্বরের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নাজমুল শেখ রাজবাড়ী সদর উপজেলার এড়েন্দা গ্রামের হাসমত আলী শেখের ছেলে।
রাজবাড়ী ডিবির ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, এ ঘটনায় রাজবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল ৬ই অক্টোবর তাকে আদালতে সোপর্দ করা হয়।