ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
করোনায় আক্রান্ত চিকিৎসকদের জন্য কালুখালী থানার ওসি উপহার প্রদান
  • জুলফিকার আলী
  • ২০২০-০৬-২১ ১৪:৩৪:৪৯

করোনা ভাইরাসে আক্রান্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের জন্য ফলমূল ও শাক-সবজি উপহার সামগ্রী প্রদান করেছেন কালুখালী থানার ওসি মোঃ কামরুল হাসান। 
  গতকাল ২১শে জুন থানার পুলিশ কর্মকর্তাদের মাধ্যমে তিনি এই উপহার সামগ্রী(ফলমূল ও শাক-সবজি) প্রদান করেন এবং মোবাইল ফোনের মাধ্যমে আক্রান্ত চিকিৎসকদের খোঁজ-খবর নেন। 
  উল্লেখ্য, কালুখালী থানার ওসি মোঃ কামরুল হাসান নিজেও গত ২রা জুন থেকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। তবে তিনি সুস্থ রয়েছেন এবং দ্বিতীয় দফার পরীক্ষায় তার রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে। এখন তৃতীয় দফায় আরেকবার নেগেটিভ রিপোর্ট এলেই তিনি পুরোপুরি সুস্থ হিসেবে গণ্য হয়ে স্বাভাবিক জীবনে প্রবেশ করতে পারবেন। 
  করোনায় আক্রান্ত হলেও ওসি মোঃ কামরুল হাসান থেমে থাকেননি। মোবাইল ফোনের মাধ্যমে সার্বক্ষণিকভাবে থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি তদারকি করে আসছেন। ইতিপূর্বে তিনি একইভাবে কালুখালী থানা এলাকার করোনা ভাইরাসে আক্রান্ত সর্বসাধারণের জন্য উপহার সামগ্রী প্রেরণ করেন এবং মোবাইল ফোনের মাধ্যমে তাদের খোঁজ-খবর নেন। 

 

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ