ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ী সদরের উড়াকান্দায় পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলনকারীর ২লক্ষ টাকা জরিমানা
  • চঞ্চল সরদার
  • ২০২১-১০-০৭ ১৬:৩৭:৩২

রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তাজুল খান নামে একজনকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

  গতকাল ৭ই অক্টোবর দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে জরিমানার পাশাপাশি বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন অকেজো করে দেয়া হয়। 

  নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ জানান, জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক দিলসাদ বেগম এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূবর্ণা রাণী সাহার নির্দেশনায় বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত পদ্মা নদীর রাজবাড়ী সদর উপজেলা অংশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উড়াকান্দা এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তাজুল খানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুয়ায়ী ২ লক্ষ টাকা জরিমানার পাশাপাশি ড্রেজার অকেজো করে দেয়া হয়। এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে রাজবাড়ী থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে। 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ