ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
বালিয়াকান্দিতে করোনায় ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারকে সহায়তা প্রদান
  • তনু সিকদার সবুজ
  • ২০২১-১০-১০ ১৫:১১:২৪
বালিয়াকান্দিতে করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র-অসহায় ৪০টি পরিবারকে গতকাল ১০ই অক্টোবর সহায়তা প্রদান করা হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র-অসহায় ৪০টি পরিবারকে সহায়তা(১টি করে হাঁস ও মুরগী, মুরগীর ঘর ও খাবার) প্রদান করা হয়েছে।
  উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির আয়োজনে গতকাল ১০ই অক্টোবর সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ত্রাণ তহবিল থেকে এই সহায়তা প্রদান করা হয়। 
  এ সময় বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম ও উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ