ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
গোয়ালন্দে নিবন্ধিত জেলেদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ
  • মইনুল হক মৃধা
  • ২০২১-১০-১০ ১৫:১৩:৫৪
গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ও দেবগ্রাম ইউনিয়নের নিবন্ধিত জেলেদের মধ্যে গতকাল রবিবার ২০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয় -মাতৃকণ্ঠ।

ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে খাদ্য সহায়তা বাবদ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ও দেবগ্রাম ইউনিয়নের নিবন্ধিত জেলেদের মধ্যে ২০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। 

  উপজেলা ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির আয়োজনে গতকাল ১০ই অক্টোবর সকালে ছোট ভাকলা ইউনিয়ন পরিষদ চত্বরে ওই ইউনিয়নের নিবন্ধিত ৮৫ জন ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে ওই ইউনিয়নের নিবন্ধিত ৫১৮ জন জেলের মধ্যে এই চাল বিতরণ করা হয়। 

  এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, ট্যাগ অফিসার হিসেবে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল আহম্মেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ) মোঃ রেজাউল শরীফ, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পাংশা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত নির্বাচনী ব্রিফিং
পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম
বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে গোয়ালন্দ ঘাট থানায় ভূক্তভোগীদের অভিযোগ
সর্বশেষ সংবাদ