ঢাকা শুক্রবার, মে ৯, ২০২৫
বালিয়াকান্দিতে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন-অর্থ বিতরণ
  • তনু সিকদার সবুজ
  • ২০২১-১০-১০ ১৫:১৪:২৭
বালিয়াকান্দিতে গতকাল ১০ই অক্টোবর দুপুরে অগ্নিকান্ড ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে অগ্নিকান্ড ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় গতকাল ১০ই অক্টোবর দুপুরে বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্ত্বরে ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি ১ বান্ডিল করে টিন ও নগদ ৩হাজার টাকা করে বিতরণ করা হয়। 

  এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম ও উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

পাংশার পাট্টায় কৃষক রাশেদুল হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন
গোয়ালন্দ মোড়ে মোবাইল কোর্টে দুই হোটেল মালিককে জরিমানা
গোয়ালন্দে বিনামূল্যে চিকিৎসা সেবা॥ঔষুধ ও চশমা বিতরণ
সর্বশেষ সংবাদ