রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে অগ্নিকান্ড ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় গতকাল ১০ই অক্টোবর দুপুরে বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্ত্বরে ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি ১ বান্ডিল করে টিন ও নগদ ৩হাজার টাকা করে বিতরণ করা হয়।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম ও উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।