ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
বালিয়াকান্দির বহরপুর ইউপির চেয়ারম্যান পদে আ’লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন রোমানা কবির
  • তনু সিকদার সবুজ
  • ২০২১-১০-১২ ১৪:৫৭:৫১

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন যুব মহিলা লীগ নেত্রী রোমানা কবির।

  গতকাল ১২ই অক্টোবর সন্ধ্যায় তিনি কর্মী-সমর্থকদের নিয়ে বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। 

  এ সময় রোমানা কবির বলেন, বহরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে যদি নৌকা প্রতীক প্রতিদ্বন্দ্বিতা করতে পারি তাহলে নির্বাচিত হয়ে ইউনিয়নবাসীর সেবক হিসেবে কাজ করতে পারবো বলে আমি আশাবাদী। বহরপুরের মানুষ এখনো অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এ সকল মানুষের ভাগ্য বদলাতে কাজ করতে চাই। দলীয় সভানেত্রী যদি আমাকে বহরপুরকে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দেন তাহলে আমি বহরপুর ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে পারবো ইনশাাল্লাহ্।

  উল্লেখ্য, রোমানা কবির বালিয়াকান্দি উপজেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি ও বহরপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ