ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
দৌলতদিয়া ঘাট থেকে মহাসড়কের ৫ কিঃ মিঃ জুড়ে যানবাহনের দীর্ঘ লাইন
  • মইনুল হক মৃধা
  • ২০২১-১০-১২ ১৫:০৯:৩৮

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় যানজট অব্যাহত রয়েছে। 
  গতকাল ১২ই অক্টোবর দুপুর পর্যন্ত দৌলতদিয়া ঘাট থেকে মহাসড়কের গোয়ালন্দের পদ্মার মোড় পর্যন্ত প্রায় ৫ কিঃ মিঃ জুড়ে আটকে থাকা শত শত যানবাহনের সারি দেখা গেছে। নৌ চ্যানেলের বিভিন্ন পয়েন্টে ডুবোচর, নাব্যতার সংকট, ৩টি ফেরী ঘাট বন্ধ থাকাসহ অতিরিক্ত গাড়ীর চাপে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
  বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয় সূত্রে জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের বহরে ছোট-বড় মিলে মোট ২০টি ফেরী রয়েছে। এর মধ্যে ২টি ফেরী বিকল হয়ে আছে। পাটুরিয়ার ভাসমান কারখানায় ফেরী ২টির মেরামত কাজ চলছে। প্রতিটি রো রো (বড়) ফেরী চলাচলের জন্য কমপক্ষে ৮ ফুট পানির গভীরতা প্রয়োজন। কিন্তু নৌ-চ্যানেলের বিভিন্ন পয়েন্টে ডুবোচরের পাশাপাশি নাব্যতার সংকট সৃষ্টি হয়েছে। ঘাটের বেসিন চ্যানেলে নাব্যতার সংকট সবচেয়ে বেশী। পানির প্রয়োজনীয় গভীরতা না থাকায় বড় ফেরীগুলো ঝুঁকির মুখে চলাচল করছে। 
  অপরদিকে দৌলতদিয়ার ৭টি ফেরী ঘাটের মধ্যে ৩টি ঘাট(১, ২ ও ৩) বন্ধ রয়েছে। চালু থাকা ৪টি ঘাটের মধ্যে শুধুমাত্র ৫ ও ৭ নম্বর ঘাটেই রয়েছে তিন পকেট বিশিষ্ট পল্টুন। চলাচলকারী বড় ফেরীগুলো শুধুমাত্র ওই দুটি ঘাটেই ভিড়তে পারছে। ছোট ফেরীগুলো ভিড়ছে এক পকেট বিশিষ্ট ৪ ও ৬ নম্বর ঘাটের পল্টুনে। এছাড়া বাংলাবাজার-শিমুলিয়া(মাওয়া) নৌরুটের ফেরীতে ভারী যানবাহন পারাপার বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটে অতিরিক্ত চাপ পড়েছে। এর ফলে দৌলতদিয়া ঘাট এলাকায় বিস্তীর্ণ এলাকা জুড়ে আটকে পড়া যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। 
  বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক(বাণিজ্য) মোঃ শিহাব উদ্দিন বলেন, সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা ফেরী পারাপার স্বাভাবিক রাখাসহ যানজট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। 

 

পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ