ঢাকা শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
পাংশায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন
  • মোক্তার হোসেন
  • ২০২১-১০-১৫ ১৪:০১:১৬
পাংশায় শান্তিপূর্ণ পরিবেশে গতকাল শুক্রবার সন্ধ্যারাতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয়েছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল ১৫ই অক্টোবর সন্ধ্যারাতে শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব-২০২১ সম্পন্ন হয়েছে। 

  প্রতি বছরের ন্যায় এবারও পাংশা পৌরসভা এলাকার অধিকাংশ পূজামন্ডপের প্রতিমা পাংশা আদি মহাশ্মশানের পুকুরে আনুষ্ঠানিকভাবে বিসর্জন দেওয়া হয়। আরতি করতে করতে ভক্তরা পুকুরে প্রতিমা বিসর্জন দেয়।

  জানা যায়, পাংশা আদি মহাশ্মশানে প্রতিমা বিসর্জন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলী, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এ্যাডভোকেট ভজ গোবিন্দ দে, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কুমার কুন্ডু, পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য উত্তম কুমার কুন্ডু, পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহসভাপতি সুব্রত কুমার দাস সাগার, পাংশা পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গৌতম বসাকসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত পৌনে ৮টার মধ্যে প্রতিমা বিসর্জন কার্যক্রম শেষ হয়। এছাড়া অন্যান্য এলাকায় সুবিধাজনক স্থানে শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে বলে জানা গেছে। 

  এ বছর পাংশা উপজেলায় মোট ৯৮টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়। এর মধ্যে পাংশা পৌরসভা এলাকায় ২৩টি, বাহাদুরপুর ইউনিয়নে ৫টি, হাবাসপুর ইউনিয়নে ৫টি, বাবুপাড়া ইউনিয়নে ৩টি, মাছপাড়া ইউনিয়নে ৭টি, কলিমহর ইউনিয়নে ১১টি, সরিষা ইউনিয়নে ১২টি, কসবামাজাইল ইউনিয়নে ১৩টি, পাট্টা ইউনিয়নে ১০টি, মৌরাট ইউনিয়নে ৭টি ও যশাই ইউনিয়নে ২টি।

কালুখালীর সাওরাইলে দেশীয় অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার
রাজবাড়ীতে হাসপাতালে দ্বিগুণ রোগী॥হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ
বালিয়াকান্দিতে টিউবওয়েল আছে পানি নেই॥বিপর্যস্ত জনজীবন